• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

অজ্ঞান পার্টি’র খপ্পরে উপসচিব

ডেস্ক রিপোর্ট / ১০৫ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

বাসের মধ্যে ‘অজ্ঞান পার্টি’র খপ্পরে পড়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব দিলীপ কুমার দেবনাথ (৫৫)। দীর্ঘ সময় চেষ্টার পর পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় আসা হামজা এক্সপ্রেস নামে একটি বাসে তিনি এ ঘটনার শিকার হন। পার্বত্য অঞ্চলে ঘুরতে গিয়ে ঢাকায় ফিরছিলেন দিলীপ কুমার।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (পিএসআই) শুকহরি মধু সংবাদমাধ্যমকে জানান, রোববার রাত দেড়টার দিকে তেজগাঁও শাহীন স্কুলের সামনে চেকপোস্টে ডিউটি করছিলেন তিনি। তখন হামজা এক্সপ্রেসের একটি বাস সেখানে এসে থামে এবং স্টাফরা তাকে জানায়, বাসের মধ্যে এক ব্যক্তি অচেতন হয়ে বসে আছে। তখন তিনি বাসের স্টাফদের জিজ্ঞাসাবাদে আরও জানতে পারেন, ওই ব্যক্তি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে আসছিলেন। ঢাকার সায়দাবাদে তার নামার কথা ছিল। সায়েদাবাদে যখন বাসের সুপারভাইজার তাকে নামার জন্য ডাকাডাকি করেন তখন তার কোনো সাড়াশব্দ পান না। চট্টগ্রাম থেকে আসার পথে তার পাশে আরও এক ব্যক্তি বসেছিলেন। যাকে দেখে মনে হয়েছিল তাদের মধ্যে কোন পরিচয় রয়েছে। তবে সায়দাবাদ আসার পর পাশের ওই ব্যক্তিকে আর দেখা যায়নি বলে জনিয়েছেন বাসটির সুপারভাইজার। এ ছাড়া তার ব্যাগে একটি বাটন ফোন আর ভিজিটিং কার্ড ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। পরবর্তীতে মধ্যরাতেই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মেডিসিন বিভাগে ভর্তি করা হয় তাকে।

উপপরিদর্শক আরও জানান, তার ব্যাগে থাকা ভিজিটিং কার্ডের সূত্র ধরে জানা যায়, তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব। পরবর্তীতে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও হাসপাতালে আসেন। তার কাছ থেকে জানা যায়, তাদের বাসা মিরপুরে। গ্রামের বাড়ি কুমিল্লায়। পার্বত্য অঞ্চলে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই গতরাতে ঢাকায় ফিরছিলেন। তার সঙ্গে একটি অ্যান্ড্রয়েড ফোন ছিল। সেটি আর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিলেন। আর কি কি খোয়া গেছে তাও জানা যায়নি।

হামজা এক্সপ্রেস বাসের সুপারভাইজার পারভেজ আহমেদ সংবাদমাধ্যমকে জানান, ভুক্তভোগী ওই ব্যক্তি ও তার পাশের সিটে বসা অপর ব্যক্তি চট্টগ্রামের একই জায়গা থেকে উঠেছিলেন। বাসের মধ্যে তারা খুবই জমিয়ে আড্ডা দিচ্ছিলেন, গল্পগুজব করছিলেন। দেখে তার মনে হয়েছিল তারা পরিচিত বা বন্ধু। তারা দু’জনই সায়দাবাদ নামবে বলেও জানিয়েছিলেন। তবে ঢাকায় ঢুকার আগে চিটাগং রোডে ওই ব্যক্তি বাস থেকে নেমে যান। পরে সায়দাবাদ এসে নামার জন্য ডাকলে ভুক্তভোগীকে অচেতন অবস্থায় দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category