• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

অতীতের সব রেকর্ড ভাঙল সোনার দাম

ডেস্ক রিপোর্ট / ১৬৩ Time View
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে সোনার দাম সর্বকালের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চে পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে প্রথমবারের মতো প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৩০০ দিরহাম ছাড়িয়ে গেছে।
দুবাই জুয়েলারি গ্রুপের বরাতে খালিজ টাইমস জানায়, হলুদ ধাতুর ২২ ক্যারেট সোনার দাম গ্রামপ্রতি শূন্য দশমিক ৫০ দিরহাম বেড়ে ৩০০ দশমিক ২৫ দিরহামে বিক্রি হচ্ছে। একইভাবে সাধারণ ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি বেড়ে যথাক্রমে ২৯০ দশমিক ৭৫ ও ২৪৯ দশমিক ২৫ দিরহাম হয়ে গেছে।
অপরদিকে ২৪ ক্যারেট সোনা প্রতি গ্রাম ৩২৪ দশমিক ২৫ দিরহামে বিক্রি হয়েছে। সর্বশেষ বাজার বন্ধের সময় এ ক্যাটাগরির সোনার দাম ছিল প্রতি গ্রাম ৩২৩ দশমিক ৭৫ দিরহাম।
একই সময় শূন্য দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে বিশ্ববাজারে সোনার দাম ছিল প্রতি আউন্স ২ হাজার ৬৭৮ দশমিক ৫৮ ডলার।
এ ব্যাপারে পেপারস্টোনের গবেষণা কৌশলবিদ ডিলিন উ বলেন, অধিকাংশ জি-১০ মুদ্রায় সোনার দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই বৃদ্ধিটি শুধু মুদ্রার গতিশীলতার পরিবর্তে প্রকৃত সোনার চাহিদাকে প্রতিফলিত করে।
এদিকে চলতি সেপ্টেম্বর মাসে টানা চার দফা বাড়ানোর পর বাংলাদেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২৮ সেপ্টেম্বর রাতে বাজুসের চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভরিতে সর্বোচ্চ ১,২৬০ টাকা ক‌মিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকা। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে সোনার নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ৩৭,৪৪৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩১,১৯৬ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ১২,৪৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯২,২৮৬ টাকায় বিক্রি করা হবে।
সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২,১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২,০০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১,৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,২৮৩ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category