• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে: ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট / ১৩৩ Time View
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর বা তারও কম হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

রবিবার (১৭ নভেম্বর) আল-জাজিরায় প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকার থেকে এ তথ্য জানা যায়।

সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৯-এ অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের জলবায়ু সংকটের পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে কথা বলেন।

অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করছে? এই প্রশ্নের উত্তরে ইউনূস বলেন, ‘নির্দিষ্ট কোনো সময়ের পরিকল্পনা নিয়ে এ সরকার বসেনি। জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন করাই মূল উদ্দেশ্য। তবে ভবিষ্যতে নির্বাচিত সরকারের মেয়াদকাল যেহেতু চার বছর করার চেষ্টা করা হচ্ছে, তাই অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে এটা নিশ্চিত।’

তিনি বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকার। আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার ৫ বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে। কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং অন্তর্বর্তী সরকার চার বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। পুরো বিষয়টি নির্ভর করছে মানুষ কী চায়, রাজনৈতিক দলগুলো কী চায় তার ওপর।’

তবে বাংলাদেশের আগামী নির্বাচন কবে হবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় এই সাক্ষাৎকারে।

সংস্কারকে মূল উদ্দেশ্য রেখে বিভিন্ন কমিশন কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এখনই নির্বাচন হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে না। তবে জনগণ যদি চায় এখন নির্বাচন হোক, তবে নির্বাচনের আয়োজন করতে সমস্যা নেই সরকারের।’

নির্বাচনের প্রস্তুতি ও সংস্কারের কাজ সমান্তরালভাবে চলছে উল্লেখ করে ইউনুস বলেন, ‘নতুন বাংলাদেশে জনগণ ও রাজনৈতিক দল, সবার মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’ সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category