• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

চাকরি মেলায় গিয়ে হাজার তরুণের স্বপ্ন পূরণ

স্টাফ রিপোর্টার / ১৭৫ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

আশ্বিনে কাঠফাটা রোদ উপেক্ষা করে শিক্ষাগত যোগ্যতার সনদ হাতে একের পর এক তরুণেরা প্রবেশ করেন রংপুর নগরীর আনন্দলোক ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে তরুণদের ভিড় ও উৎকণ্ঠা। একসময় সেই অপেক্ষা, উৎকণ্ঠা উতরে যায়।
শনিবার বিনা পয়সায় চাকরি পান ৮০০ তরুণ। তখন তারা আপ্লুত হয়ে ওঠেন বেকারত্ব ঘোচানোর আনন্দে।
তরুণদের আনন্দ আর কর্মের পেছনে যার অবদান তার নাম কেএম রিদওয়ানুল বারী জিয়ন। তিনি স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডে প্রতিষ্ঠাতা ও সিইও। তার এমন ব্যতিক্রমী উদ্যোগে গত কয়েক মাসে রংপুরের কয়েক হাজার তরুণ-যুবক কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
চাকরি প্রত্যাশী ও স্টেডফাস্ট সূত্রে জানা যায়, শনিবার সকালে ১২টি পদে নিয়োগের জন্য ওই মাঠে মেলার আয়োজন করে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড। পূর্ব ঘোষণা অনুযায়ী চাকরি প্রত্যাশীরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সকাল থেকে বিদ্যালয় মাঠে আসতে থাকেন।
সকাল ১১টা পর্যন্ত ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জোনাল ম্যানেজার, ইন্সপেকশন অফিসার, মনিটরিং অফিসার, সর্টিং হিরো, ডাটা এন্ট্রি, ড্রাইভার, হেল্পার, রাইডার এবং ওয়্যারহাউস ম্যানেজমেন্ট এই ১২টি পদে ৫ হাজার সিভি জমা হয়। এরপর বিনামূল্যে কোম্পানির খরচে পদ অনুযায়ী বেকার যুবকদের লিখিত পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় উত্তীর্ণ ৮০০ জনকে ১২ পদে নিয়ে যুক্ত করা হয়। একেক জনের বেতন ১২ হাজার থেকে ২৫ হাজার পর্যন্ত।
রুহুল নামের এক চাকরি প্রত্যাশী বলেন, এই চাকরির জন্য ব্যাংক ড্রাফট, আবেদন কিছুই লাগেনি। লিখিত পরীক্ষা ও কয়েক মিনিটের ভাইভায় চাকরি পেলাম। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি।
চাকরি মেলা অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, রংপুর সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু হোসেন চঞ্চল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুলতানা পারভীন, স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের এইচআর ম্যানেজার রেজাউল করিম রাযী, অপারেশন ম্যানেজার মনিরুজ্জামান লিখন।
রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু বলেন, আজ যিনি চাকরি মেলার আয়োজন করেছেন তিনি রংপুরেরই সন্তান। পিছিয়ে পড়া রংপুরকে এগিয়ে নিতে তিনি কাজ করছেন। তার এমন উদ্যোগ অনুকরণীয়। রংপুরকে এগিয়ে নিতে স্টেডফাস্টের প্রতিষ্ঠাতাকে এম
রিদওয়ানুল বারী জিয়নের মতো উদ্যোক্তাদের অনুসরণ করতে হবে।
প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠাতা ও সিইও কেএম রিদওয়ানুল বারী জিয়ন জানান, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডে এখন পর্যন্ত ১৬ হাজার বেকার যুবকের চাকরির ব্যবস্থা হয়েছে। যাদের বেশিরভাগ কর্মীদের বাসা রংপুর বিভাগে। যোগ্যতা অনুযায়ী পদোন্নতি হবে কর্মীদের। এ ছাড়াও স্টেডফাস্ট অ্যাকাডেমির মাধ্যমে আইসিটি ও ইংরেজি বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হয়েছে।
দেশের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে গত ২০১৬ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। খুব অল্প সময়ে সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ৪৬০ শাখার মাধ্যমে বিশ্বস্ততার সঙ্গে কুরিয়ার সেবা দিয়ে যাচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category