বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জালালিয়া মহিলা আলিম মাদরাসার উদ্যোগে বৃহস্পতিবার গুণীজন ও প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক ওজন পার্ক ফুলতলী জামে মসজিদ এর সেক্রেটারি হাফিজ জামাল উদ্দিন এবং যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব হাজী আবদুল মানিক।
মাওলানা আবদুল মুহিত এর সঞ্চালনায় গুণীজন ও প্রবাসীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ কামাল হোসেন আল মাথহুরী, মাওলানা সোহেল আহমদ, ফারুক আহমেদ, জাবেদ হোসেন, জামাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তিলাওয়াত করেন মাদরাসার শিক্ষার্থী সিনথিয়া জান্নাত এবং নাতে রাসূল পরিবেশন করে লতিফিয়া ছাত্রী সংসদের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষকমন্ডলীর পক্ষে অতিথিদের ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।
মাদরাসার সার্বিক পরিবেশ, ফলাফল, ধারাবাহিক সফলতা এবং লেখাপড়ার মানের বিষয়ে সন্তোষ্ঠি ও উচ্ছাস প্রকাশ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। তাছাড়া মাদরাসাটির অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন অতিথিরা।
মাওলানা মোঃ কামাল হোসেন আল মাথহুরী’র দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।