• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

ট্রফি উন্মোচনে ফুটে উঠল সিলেটের ঐতিহ্য, খেলা শুরু হবে দুপুর ২ টায়

স্টাফ রিপোর্টার / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

দৃশ্যপটটা বেশ চমক-জাগানিয়া। উপমহাদেশের অন্যতম প্রাচীন মালনিছড়ায় চা-বাগানে পাতা তুলছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং আয়ারর‌্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস। পাতা তুলতে তুলতে হঠাৎই দুজন ডুব দিলেন চা পাতার আড়ালে। বাগানের ভেতর থেকে বের করলেন স্বর্ণ রঙা ট্রফি।

এভাবেই সিলেটে ব্যতিক্রমী আয়োজনে উন্মোচিত হলো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি। চা শ্রমিকের সাজে দুই অধিনায়কের ট্রফি উন্মোচনের এই নান্দনিক উপস্থাপন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সাড়া ফেলেছে।

নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিসিবি লিখেছে, ‘সিলেটের ঐতিহ্যবাহী চা-বাগানে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। তারা ১৭৫ বছরের পুরনো ঐতিহাসিক মালনিছড়া চা-বাগানে সিরিজের ট্রফি উন্মোচন করলেন।

বিসিবির এমন ব্যতিক্রমী ট্রফি উন্মোচন মন জিতে নিয়েছে সিলেটবাসীরও। সিলেটের কবি, ট্রাভেলার ও চৈতন্য প্রকাশনীর প্রকাশ রাজিব চৌধুরী বলেন, ‘নিঃসন্দেহে বিসিবি ট্রফি উন্মোচনে নতুনত্ব ও চমক দেখিয়েছে। একটি স্থানের ঐতিহ্য কত নান্দনিকভাবেই না বিশ্ব দরবারে তুলে ধরা যায় সেটাই আমরা দেখলাম। সিলেটি হিসেবে আমরা অত্যন্ত মর্যাদা অনুভব করছি।

বৃহস্পতিবার ৫ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ৭ এবং ৯ ডিসেম্বর। সব ম্যাচই হবে সিলেটে। প্রথম দুই ম্যাচ দুপুর ২টায়। আর শেষটি হবে সকাল ১০টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category