• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

নায়িকাদের মাদক সম্পৃক্ততা, টক অব দ্যা কান্ট্রি!

ডেস্ক রিপোর্ট / ১১৫ Time View
Update : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

দেশের নাট্য-বিনোদন জগতের জনপ্রিয় কয়েকজন নায়িকা তথা অভিনেত্রীর মাদককাণ্ডে সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে গুঞ্জন ও সমালোচনা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো উত্তরের একটি টিমের তদন্তে কয়েকজন নাট্যাভিনেত্রী ও একজন সংগীতশিল্পীর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। তবে বিষয়টি জানাজানির পর ওই নায়িকাদের অনেকেই আড়ালে চলে গেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে কেউ কেউ বলছেন, সামাজিক বিড়ম্বনা এড়াতে তারা কথা বলছেন না।

মাদক সম্পৃক্ততায় সন্দেহভাজন নাট্যাভিনেত্রীদের মধ্যে যে কয়েকজনের নাম জানা গেছে তারা হলেন- আনাতোনি কেলি সাফা ওরফে সাফা কবির, মুমতাহিনা চৌধুরী ওরফে টয়া, তানজিন তিশা এবং সংগীতশিল্পী সুনিধি নায়েক। গত ১৭ অক্টোবর ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিন্দম রায় দীপের কাছ থেকে মাদক কেনাবেচা নিয়ে ডিএনসির তদন্তকারীরা কয়েকজন নায়িকার বিষয়ে ওইসব তথ্য জানতে পারেন বলে জানা গেছে। এ ঘটনা জানাজানির পর শোবিজ অঙ্গনেও চলছে নানা সমালোচনা। আরও অনেকেই ফেঁসে যেতে পারেন বলে গুঞ্জন চলছে। তবে এই ক্ষেত্রে দীপের কাছ থেকে ওই নায়িকারা এবং গায়িকা বিভিন্ন ধরনের মূল্যবান মাদক কিনে থাকলেও তারা ব্যবসার সঙ্গে জড়িত কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা হিসেবে কয়েকদিন আগে একাধিক গণমাধ্যমের সঙ্গে ওই নায়িকাদের মাদক সম্পৃক্ততার বিষয়ে কথা বলেন ডিএনসির সহকারী পরিচালক রাহুল সেন। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে ঢাকা মেট্রো উত্তর থেকে গত (বুধবার) ডিএনসি হেডকোয়ার্টারে বদলি করা হয়েছে। ওই বিষয়ে (কয়েক নায়িকার মাদক সংশ্লিষ্টতা) নতুন করে কিছু বলতে চাই না।’

অপরদিকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় কথা বলার জন্য একাধিকবার ওই নাট্যাভিনেত্রীদের মোবাইল ফোনে কল করা হলেও অধিকাংশেরই ফোন বন্ধ বা সাড়া পাওয়া যায়নি। তবে এর মধ্যে কথা হয়েছে মুমতাহিনা চৌধুরী ওরফে টয়ার সঙ্গে।

টয়া বলেন, ‘এটা তদন্তাধীন বিষয়। তাই কোনো কথা বলতে চাই না। শুধু বলব, আল্লাহ উত্তম বিচারক। সময়ে সব পরিষ্কার হয়ে যাবে।’

ডিএনসি সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া দীপের মোবাইল ফোনে বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ওই নায়িকাদের সঙ্গে নিয়মিত মাদক লেনদেনের তথ্য পাওয়া যায়। দীপকে দুই দিনের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করে নানা চাঞ্চল্যকর তথ্য পান ডিএনসি কর্মকর্তারা। তার মধ্যে সাংকেতিক শব্দ বা অক্ষর বিশেষ ব্যবহার করে মাদকের অর্ডার ও সরবরাহের বিষয়গুলো উঠে আসে। এ ছাড়া আরও কে কে এর সঙ্গে জড়িত তা নিয়ে তদন্তকাজ চলমান আছে বলে জানিয়েছেন ডিএনসির একাধিক কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category