• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

নীলফামারীতে সড়কের পাশ থেকে নারীর মৃতদেহ উদ্ধার

তপন দাস, নীলফামারী / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা বাজার নামক এলাকায় সড়কের পাশ থেকে ফোয়ারা সুলতানা (৫৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮শে নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানায়, দুপুরের দিকে তারা রাস্তার ধারে মরদেহটি দেখতে পায়, তবে মরদেহটি কোথায় থেকে এসেছে কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে এ বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। অনেকে ধারণা করছেন সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যুর পর মরদেহটি কেউ এখানে ফেলে রেখে গেছে। আবার অনেক মনে করছেন কেউ হত্যার পর মরদেহটি এখানে ফেলে রেখে যেতে পারে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে যেন একটা ধোয়াশা কাজ করছে।

জানা যায়, মরদেহটির সাথে থাকা একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে, সেই পরিচয় পত্র অনুযায়ী নিহত নারীর নাম ফোয়ারা সুলতানা। তিনি ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ এলাকার মৃত রহমত আলীর সহধর্মিণী।

এবিষয়ে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু বলেন, ফোন পেয়ে এখানে এসে দেখি একটা লাশ পড়ে আছে। শুনলাম যে একটা লোক মোটরসাইকেলে করে এই লাশটা নিয়ে এসে এখানে ফেলে দিয়ে চলে গেছে। পুলিশ আসছে, ওই নারীর স্বজনরা আসছে এখন হয়তো আসল বিষয়টা জানা যাইতে পারে।

এ বিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category