যুক্তরাজ্য থেকে পরিচালিত চ্যারিটি সংগঠন নুসূক ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত হচ্ছে আন নুসূক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। বাংলাদেশের নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ভাবনচর এলাকায় নির্মাণ করা হবে মাদ্রাসা ও এতিমখানাটি। সম্প্রতি যুক্তরাজ্যের বার্মিংহামের একটি অভিজাত রেস্টুরেন্টে নুসূক ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের মিটিং অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির হোসেন এর সভাপতিত্বে ও ট্রাস্টি আব্দুস শুকুর এর সঞ্চালনায় পবিত্র কুরআন শরীফ তেলোয়াত এর মধ্য দিয়ে মিটিং এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পবিত্র কুরআন শরীফ তেলোয়াত করেন ট্রাস্টি বোর্ডের সদস্য আকবর হোসেন। ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ এই মিটিংয়ে সার্বিক বিষয় পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে আন নুসূক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা নির্মাণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। মিটিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুসূক ফাউন্ডেশনের ট্রাস্টি ইউসুফ খান, নজরুল ইসলাম প্রমুখ।
মাশা আল্লাহ, আল্লাহ তায়ালা কবুল করুন
Mashallah may Allah accept inshallah