• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

বিএনপির বর্ধিত সভায় নেতাকর্মীদের দেওয়া হচ্ছে দিকনির্দেশনা

ডেস্ক রিপোর্ট / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

দীর্ঘ প্রায় সাত বছর পর ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে বিএনপির কেন্দ্রীয় বর্ধিত সভা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টা ৮ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।

কোরআন তিলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কাজী মো. সেলিম রেজা। সভা পরিচালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ দপ্তরসম্পাদক তাইফুল ইসলাম টিপু।

সভামঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরীর, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ভার্চুয়ালি যুক্ত আছেন অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, আলতাফ হোসেন চৌধুরী, নূরুল ইসলাম মনি, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, সম্পাদক মন্ডলীর সদস্য, নির্বাহী কমিটির সদস্য, জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক, থানা-উপজেলার সভাপতি সম্পাদকসহ প্রায় সাড়ে তিন হাজার নেতাকর্মী বর্ধিত সভায় উপস্থিত রয়েছেন। বর্ধিত সভায় উপস্থিত নেতাকর্মীদের স্বাক্ষর নেওয়া হয়।

উদ্বোধনী ও সমাপনী পর্বে নেতাদের উদ্দেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ‘প্রথম বাংলাদেশ আমাদের শেষ বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এই প্রমাণ্যচিত্রে তৈরি করেছে ‘বর্ধিত সভা বাস্তবায়ন মিডিয়া উপ-কমিটি’।

এ ছাড়া বর্ধিত সভা উপলক্ষ্যে আমরা বিএনপি পরিবার ‘আস্থা’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। এরপর কর্ম অধিবেশন চলবে, যেখানে তৃণমূলের নেতারা বক্তব্য দেবেন। পরে সমাপনীতে তারেক রহমান নীতিনির্ধারণী বক্তব্য দেবেন।

সর্বশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর ‘লা মেরিডিয়ানে’ বর্ধিত কমিটির সভা হয় যেখানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন। এর চারদিন পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৮ ফেব্রুয়ারি জেলে যান বিএনপি চেয়ারপারসন।

প্রসঙ্গত, বর্ধিত সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্যরা, সকল মহানগর, জেলা, থানা-উপজেলা-পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনে সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবগণও।

২০১৮ সালের একাদশ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী এবং মনোনয়ন ইচ্ছুক যেসব প্রার্থী প্রাথমিকপত্র পেয়েছিলেন তারাও এই সভায় রয়েছেন। আমন্ত্রিত অতিথিদের জন্য সকালের নাস্তা, দুপুরে খাবার, বিকালে স্ন্যাকসের ব্যবস্থা রাখা হয়েছে। আর সকাল থেকে রাত পর্যন্ত চা-কফির ব্যবস্থা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category