• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

বিজয় দিবসের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

ডেস্ক রিপোর্ট / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

বিজয় দিবসের ছুটিতে কক্সবাজারে বিপুল পর্যটকের সমাগম ঘটেছে। আবাসিক সব হোটেল আগে থেকেই বুক হয়ে গেছে। সৈকতজুড়ে পর্যটকদের আনাগোনা বেড়েছে। আগত পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। গতকাল সোমবার দুপুরের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী, সুগন্ধা, কলাতলী পয়েন্ট পর্যটকদের পদভারের মুখর হয়েছিল।

ঢাকার শান্তিবাগ থেকে আসা পর্যটক লাবিবা জানান, পরিবার নিয়ে এসেছেন। পরিবারের সদস্যদের নিয়ে অনেকদিন পর কক্সবাজারে এসে বেশ ভালো লাগার কথা জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে আসা পর্যটক হাবিব, সোহেল, তারেক জানান, পরীক্ষা শেষ করে সব বন্ধুবান্ধব মিলে কক্সবাজার এসেছেন। সৈকতের বালিয়াড়িতে তারা ভালো আনন্দ উপভোগ করেছেন। সৈকতের নীল জলরাশি তাদের বারবার টানে বলে জানান এ পর্যটকরা।

হোটেল দ্য কক্স টুডের এজিএম আবু তালেব শাহ বলেন, ডিসেম্বর পর্যন্ত ভালো পর্যটক আছে। জানুয়ারিতেও ভালো বুকিং আছে। সব মিলে ব্যবসাটা এখন ভালো হচ্ছে।

টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম বলেন, আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতের বিভিন্ন পয়েন্টে টুরিস্ট পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, পর্যটকরা যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়, সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সৈকত এলাকায় কয়েকটি টিম কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category