• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী

ডেস্ক রিপোর্ট / ৮৯ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এক উত্তেজনাপূর্ণ ম্যাচে দুর্বার রাজশাহী ২৮ রানের জয় পেয়েছে খুলনা টাইগার্সের বিপক্ষে। এই জয়ের মাধ্যমে বিপিএলের একাদশতম আসরে দুই ম্যাচ পর আবারও জয়ের ধারায় ফিরেছে রাজশাহী, অন্যদিকে টানা দুই জয়ের পর প্রথম পরাজয়ের স্বাদ পেল খুলনা।

শুক্রবার (১০ জানুয়ারি) টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স। ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে রাজশাহী। ওপেনার মোহাম্মদ হারিস ও জিসান আলমের ব্যাটে আসে ৪৪ রানের উদ্বোধনী জুটি। তবে পরবর্তী ২৩ রানের মধ্যেই তারা চার উইকেট হারিয়ে ফেলে।

এই সংকটময় পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করেন ইয়াসির আলি রাব্বি ও রায়ান বার্ল। তাদের কার্যকরী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় রাজশাহী। রাব্বি ২৫ বলে ৪১ রান করে আউট হলেও, বার্ল ২৯ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। শেষদিকে আকবর আলীর ৯ বলে ২১ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রানের লড়াকু পুঁজি পায় রাজশাহী।

১৭৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে খুলনা টাইগার্স। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারান ওপেনার উইলিয়াম বোসিস্তো। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৭ বলে মাত্র ১ রান করে বিদায় নেন।

নাঈম শেখ ২৮ বলে ২৪ রান করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। দলের জন্য লড়াই করার চেষ্টা করেন আফিফ হোসেন, যিনি ৩০ বলে ৩৩ রান করেন। মিডল অর্ডারে ইমরুল কায়েস মাত্র ৬ বলে ১৭ রান করে ফিরে যান। শেষদিকে নাসুম আহমেদের ব্যাট থেকে কয়েকটি বাউন্ডারি এলেও তা যথেষ্ট ছিল না। ১৯.৩ ওভারে ১৫০ রানেই অলআউট হয়ে যায় খুলনা টাইগার্স।

এদিন রাজশাহীর বোলাররা দারুণ পারফরম্যান্স দেখান। তাসকিন আহমেদ, সোহাগ গাজী ও রায়ান বার্ল প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া জিসান আলম, এসএম মেহেরাব, মৃত্যুঞ্জয় চৌধুরী ও শফিউল ইসলাম একটি করে উইকেট নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category