বিয়ানীবাজার পৌর শহরে অবস্থিত সিলেট জেলা পরিষদের মালিকানাধীন পুকুরপাড় দখলমুক্ত করতে শনিবার দুপুরে পৌর শহরের কলেজ রোড মোড়ে মানববন্ধন করেছে বিয়ানীবাজার গণ অধিকার পরিষদ।
বিয়ানীবাজার গণঅধিকার পরিষদের সমন্বয়ক ও জামায়াত নেতা আব্দুল হামিদের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা শাখার আমীর মাওলানা ফয়জুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মোস্তফা উদ্দিন, নায়েবে আমীর ও মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেম, এ্যাসিন্ট্যান্ট সেক্রেটারি প্রিন্সিপাল মোঃ রুকন উদ্দিন, লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলওয়ার হোসেন, মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, পৌর শাখার
আমীর মাওলানা কাজী জমির হোসাইন, সেক্রেটারী মো: সাদুজ্জামান, সহ-সেক্রেটারী মুনিবুর রহমান পাবেল ও তানভীর এলাহি মজুমদার উজ্জ্বল প্রমুখ।
মানববন্ধনে উপস্তিত হয়ে বক্তরা বলেন, বিয়ানীবাজার পৌর শহরের পরিবেশ এবং সৌন্দর্য বিনষ্ট করে একটি স্বার্থননেশি মহল দীর্ঘ কয়েক বছর থেকে সিলেট জেলা পরিষদের মালিকানাধীন পুকুরপাড় দখল করে আসছে। সম্প্রতি পুকুরপাড়ের অবশিষ্ট জায়গা দখল করে ইতিমধ্যে দোকান কোঠা নির্মাণ করেছে। আমরা বিয়ানীবাজারের নাগরিকবৃন্দ সেটার তীব্র প্রতিবাদ জানাই। দ্রুত সময়ের মধ্যে প্রশাসন যদি পুকুর পাড় দখলমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের মানুষ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।