স্টাফ রিপোর্টার :
সিলেটের বিয়ানীবাজারে আওয়ামীলীগের একাধিক নেতার বসতবাড়িতে অভিযান পরিচালনা করেছে র্যাব। অভিযানের সময় আওয়ামীলীগ নেতাদের বসতঘর তল্লাশি করে পরিবারের সদস্যদের কাছে নেতাদের অবস্থান জানতে চেয়েছেন র্যাবের সদস্যরা। তবে র্যাবের অভিযানে কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। র্যাবের অভিযানকালে আওয়ামীলীগ নেতারা বাড়িতে ছিলেননা বলেও সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, র্যাব-৯ এর একটি আভিযানিক দল বুধবার গভীর রাতে পৌরশহরের নিদনপুরে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ও বেশ কয়েকটি মামলার নিয়মিত আসামী আবুল কাশেম পল্লবের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে বাড়িতে পাওয়া যায়নি। পরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের চন্দগ্রামস্থ বাড়িতে অভিযান শুরু করে র্যাব। তবে আউয়ালও এ সময় বাড়িতে ছিলেননা বলে জানা গেছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদ বলেন, র্যাব তল্লাশি চালিয়েছে বলে শুনতে পেয়েছি। তবে তাদের পক্ষ থেকে আমাদের আনুষ্টানিক কিছু জানানো হয়নি।