বিয়ানীবাজার উপজেলার ৮টি কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি-সমমানের পরীক্ষা। এরমধ্যে ৫ টিতে এসএসসি, ২ টিতে দাখিল ও ১টি কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৪ হাজার ২শ’ ৩৮জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
জানা গেছে, এ বছর এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক)- প্রথম পত্র ও সহজ বাংলা- প্রথম পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার লক্ষ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট গোলাম মুস্তাফা মুন্না পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারী করেছেন। এ উপলক্ষে উদ্ভূত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।
সূত্র জানায়, ২০২৪ সালের কেবল এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিয়ানীবাজার উপজেলার ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।