বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের পূর্বপাড় এলাকার জামাল হোসেন (৬০) সোমবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুঁজি করা হয়েছে। কোন সন্ধান না পাওয়ায় মঙ্গলবার বিয়ানীবাজার থানা পুলিশকে অবহিত করে একটি জিডি করা হয়।
জামাল হোসেন বাড়ির পাশে মাথিউরা বাজারে ছোট একটি মুদির দোকান পরিচালনা করেন। সোমবার থেকে দোকানটি বন্ধ রয়েছে।
তাঁর কোন সন্ধান পেলে বিয়ানীবাজার থানায় বা নিকটস্থ থানাকে অবহিত করার জন্য পরিবার থেকে অনুরোধ জানানো হয়েছে।