আত্মসমর্পণ করতে পারেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। তার নিজস্ব ফেসবুক পেইজে দেয়া একটি পোস্ট থেকে এর ইঙ্গিত পাওয়া গেছে।
ওই পোস্টে তিনি লিখেছেন, ”একজন রাজনৈতিক কর্মীর জন্য কারাগার দ্বিতীয় বাড়ির মতো, আমরা যারা ভবিষ্যতে দেশে রাজনীতি করার ইচ্ছা আছে আমাদের প্রত্যেককেই আত্মসমর্পণ করার প্রস্তুতি নিতে হবে, আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রমাণিত হবে আমি/আমরা নির্দোষ নাকি অপরাধী?
ইন শা আল্লাহ খুব শিগ্রই আমি এই কাজটি করবো, কাপুরুষের মতো পালিয়ে থেকে বাঁচার চেয়ে কারাগারে বীরের মতো মৃত্যুবরণ করাটাই আমার কাছে সম্মানের।”
তার এই পোস্টকে ঘিরে তৈরী হয়েছে আলোচনা। অনেকের তার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন।
একটি সূত্র জানায়, ৫ আগস্টের পর নাজমুল ইসলাম ভারতে চলে যান। তারপর যান সৌদি আরবে। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি।