আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের ব্যাস্ততা বেড়েই চলেছে। ভোটের মাঠের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল আওয়ামী লীগ বর্তমানে মাঠে না থাকলেও বিএনপি এবং জামায়াতের একাধিক প্রার্থী বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে থাকার চেষ্টা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাধিক প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। বিগত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠ কাপানো তরুণ ফয়সল আহমদ চৌধুরীকে চ্যালেঞ্জ জানিয়ে প্রচারণা চালাচ্ছেন তার নিজ দলের কেন্দ্রীয় নেতা আবুল কাহের চৌধুরী শামিম এবং জেলা বিএনপির অন্যতম নেতা ইমরান আহমদ। সে হিসেবে এখন পর্যন্ত একক প্রার্থী নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ঢাকা মহানগর উত্তরের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। অন্যান্য দলের প্রার্থীরা যখন নিজেদের কর্মী এবং সমর্থকদের দ্বন্দ্ব সামলাতে ব্যাস্ত ঠিক সেই মুহূর্তে সময়ক্ষেপন না করা ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন সেলিম উদ্দিন। অন্যান্য প্রার্থীর থেকে অনেকটা ভিন্ন কৌশলে ভোটারদের মন জয় করতে যাচ্ছেন বাড়ি বাড়ি। সেলিম উদ্দিনের সম্প্রতি বিয়ানীবাজার সফর ছিল অনেকটা পরিকল্পিত। বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলার প্রবীণ মুরব্বিদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি অসুস্থ রোগীদের খোঁজ নিতে গ্রামাঞ্চলে ছুটছেন। বুধবার দলীয় দায়িত্বশীলদের নিয়ে মোল্লাপুর ইউনিয়নের মঝম খা গ্রামের প্রবীণ মুরব্বি ময়না মিয়াকে দেখতে তার বাড়িতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীলরা। সেখানে দীর্ঘ সময় অবস্থান করে রোগীর শারীরিক অবস্থার খোঁজ নেন সেলিম উদ্দিন।
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তরের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মুরব্বিরা হচ্ছেন আমাদের অভিবাবক। একটা সময় তারা আমাদের ভালোবাসা দিয়েছেন। এখন তারা অসুস্থ, একাকীত্ববোধ করছেন। তাই তাদের পাশে কিছুটা সময় দিতে পেরে নিজের খুব ভালো লাগছে। মহান আল্লাহ তায়ালা উনাদের শিফা দান করুন।