• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

স্টাফ রিপোর্টার / ১১০ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নবাসীর সমন্বয়ে ২০১০ সালে যাত্রা শুরু করা সামাজিক সংগঠন মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থার ইউকের ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

গত ৬ জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় এক মিলনায়তনে সংস্থার কার্যকরী কমিটির প্রথম সভায় ৭ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ৩৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

এর আগে গত বছরের ১৮ নভেম্বর সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচনে আগামী দু’বছরের জন্য সংস্থার সভাপতি পদে সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন খান ও কোষাধ্যক্ষ পদে আতিকুর রহমান মোহনকে নির্বাচিত করা হয়।

পূর্ণাঙ্গ কমিটির উপদেষ্টা পরিষদে ৭জনকে উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয়েছে। তারা হচ্ছেন- সুরমান খান, কামাল হোসাইন, ইকবাল হোসেন, আব্দুল হাছিব বাছিত, ইকবাল হোসেন, রুহেল আল্পম ও ছয়ফুল আমিন।

পূর্ণাঙ্গ কমিটির অন্য দায়িত্বশীলরা হচ্ছেন- সহ সভাপতি জাকির হোসেন সুমন, রুকন রহমান ও মুন্না আহমদ রাজু, সহ সাধারণ সম্পাদক নুরুল হক ও জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত, প্রচার আ প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন পারভেজ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাওছার হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক মামুন আল রশীদ, পর্যটক সম্পাদক অপু হোসেন এবং ধর্ম সম্পাদক আলী হোসেন আজিম।

এছাড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য পদে আরও ১৮জনকে মনোনীত করা হয়েছে। তারা হলেন- শাহজাহান খান, কামাল উদ্দিন আহমদ, কলিম উদ্দিন, সোহেল আহমদ, দিলাল আহমদ, ছাদেক আহমদ, রুহেল আলম, মঈন উদ্দিন মনি, জাহাঙ্গীর খান, জহিরুল হক জুবের, নুর আহমদ, বাদল হোসেন, গৌছুর রহমান, নুর উদ্দিন রুমেল, জয়নাল উদ্দিন, আবু জাফর ও সুজেল খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category