• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

রাস্তার মধ্যখানে কয়েকশ গর্ত, ভাঙ্গা সেই রাস্তা সংস্কারের উদ্যোগ নিল গোলাবশাহ যুব সংঘ

সামিয়ান হাসান / ৪০ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

সড়কের মধ্যখানে অসংখ্য ছোট বড় গর্ত। সেই ভাঙ্গা রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। দূর্গোভ যেন তাদের নিত্যদিনের সঙ্গী। বিয়ানীবাজার উপজেলার কসবা-খাসা গ্রামের গ্রামীণ রাস্তাটি দীর্ঘ কয়েক বছর ধরে সড়কটি সংস্কার না হওয়ায় সড়কটির বেহাল অবস্থা বিরাজ করছিল। যান চলাচল অনুপযোগী এই সড়ক দিয়ে যাতায়াত করতে মারাত্মক দূর্ভোগে পড়তে হয় পথচারীদের। বিশেষ করে সামান্য বৃষ্টি হলে কাদা জলে একাকার হয়ে যায় সড়কটি। শিক্ষার্থীরা বিদ্যালয়ে কিংবা মুসল্লীরা নামায আদায় করতে মসজিদের যাবার সময় প্রতিনিয়ত দূর্ভোগের শিকার হতেন। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের দাবি ছিল চালক, যাত্রীসহ এই এলাকার শিক্ষার্থীদের। অবশেষে তাদের সেই দূর্ভোগ লাঘব করতে এগিয়ে এলো বিয়ানীবাজার উপজেলার সামাজিক সংগঠন গোলাবশাহ যুব সংঘ। সংগঠনের উদ্যোগে কসবা-খাসা গ্রামের ২য় গ্রামীণ রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। রোববার সকালে খাসা নয়াবাজার থেকে মিনারগুষ্ঠি হয়ে ত্রিমুখি বাজার পর্যন্ত রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়। দীর্ঘদিন থেকে অবহেলিত থাকা এই রাস্তাটি সরকারি-বেসরকারিভাবে এতদিন কেউ সংস্কারের উদ্যোগ নেয়নি। অথচ এই রাস্তা দিয়ে এলাকার হাজারো লোক প্রতিদিন যাতায়াত করেন।

রাস্তাটি সংস্কারে কমপক্ষে ৬ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। এলাকার দেশী-বিদেশী স্বজনদের অর্থায়নে রাস্তাটি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করা হবে সংগঠনের দায়িত্বশীলরা জানান।

এদিকে গোলাবশাহ যুব সংঘের উদ্যোগে নয়াবাজারে অনুষ্ঠিত রাস্তা সংস্কারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নজরুল হোসেন। সংগঠনের সভাপতি ছালেখ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়েজ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কসবা-খাসা গ্রাম কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিক উদ্দিন, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নান, আনাই মিয়া, আব্দুস শুক্কুর বেলাল, খাসা সমাজকল্যাণ সংস্থার সভাপতি হুমায়ুন কবির আকিল, গ্রাম কমিটির সদস্য ইসলাম উদ্দিন আহমদ, সিরাজ উদ্দিন, সমাজসেবক আনিসুর রহমান, হেফাজতে ইসলামের সভাপতি মুফতি আব্দুল ক্বারীম হাক্কানী, গোলাবশাহ (র) প্রকল্প ওয়াকফ এস্টেটের সম্পাদক সাইফুল ইসলাম নিপু, গোলাবশাহ যুব সংঘের উপদেষ্ঠা জামিলুর রহমান, হাসান শাহরিয়ার, আবুল হাসান, রফিক উদ্দিন, গভর্ণিং বডির চেয়ারম্যান মিলাদ মো: জয়নুল ইসলাম, মারুফ আহমদ, আমিল হোসেন, শাহাজান সিদ্দিক, আজমল হোসেন, সিদ্দিকুর রহমান, সরওয়ার হোসেন, সংগঠনের সহ-সভাপতি আরাফাত হোসেন, সাব্বির আহমদ, সমাজসেবা সম্পাদক আব্দুল হালীম কামরুল, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আমজাদ বিন হাসান, শ্রম সম্পাদক খায়রুল ইসলাম, ক্রীড় সম্পাদক জুবের আহমদ, সমাজেসবক আয়নুল হোসেন, ছাদিকুর রহমান, ব্যবসায়ী আব্দুল বাছিত প্রমুখ।
উদ্বোধনী আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category