• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:১১ অপরাহ্ন

সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের জন্ম হবে: গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট / ১৩ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের জন্ম হ‌বে। এছাড়া কোনও সংস্কার ছাড়া নির্বাচন হলে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষার প্রতি বরখেলাপ করার শামিল হবে। কাজেই সংস্কারের পরই নির্বাচন হতে হবে।’

শনিবার বিকালে বান্দরবান জেলা শহরের রাজার মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

সংস্কারের তিনটি ন্যূনতম শর্ত পূরণ হলে অন্তর্বর্তী সরকারের ঘোষিত রূপরেখার মধ্যে জামায়াতে ইসলামী নির্বাচনে যাওয়ার ব্যাপারে বিবেচনা করবে জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ‘সংবিধান সংশোধন করে প্রথমত নির্বাচন কমিশন, বিচারব্যবস্থাসহ রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে। দ্বিতীয়ত, শেখ হাসিনাসহ ফ্যাসিস্ট সরকারের মানবতাবিরোধী অপরাধীদের গ্রেফতার করে বিচারের দৃশ্যমান অবস্থায় নিয়ে আসতে হবে। তৃতীয়ত, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন। আগামী ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ঘোষিত নির্বাচনের সময়ের মধ্যে এসব শর্ত ন্যূনতম হলেও পূরণ হলে জামায়াতে ইসলামী নির্বাচনে যাওয়ার ব্যাপারে বিবেচনা করবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আহসান উল্লাহ, চট্টগ্রাম মহানগরী আমির শাহজাহান চৌধুরী প্রমুখ। এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার আমিররা ছিলেন। সভাপতিত্ব করেন বান্দরবান জেলার আমির এস এম আব্দুছ ছালাম আজাদ। সমাবেশ থেকে বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে জেলা নায়েবে আমির ও জেলা পরিষদের সদস্য মুহাম্মদ আবুল কালামকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category