আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিয়ানীবাজার পৌরশহরে গণসংযোগ করেছেন সিলেট-০৬ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য পদপ্রার্থী ঢাকা উত্তর জামায়াতে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। পৌরশহরের দক্ষিণ বাজার থেকে তিনি গণসংযোগ বিভিন্ন মার্কেট ও প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তার সাথে উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা ফয়জুল ইসলামসহ সংগঠনের সব পর্যায়ের দায়িত্বশীলরা অংশ নেন।
গণসংযোগকালে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেয়া হবে সেই বিশ্বাস ও আস্থা প্রধান উপদেষ্টার কাছে জামায়াতের আছে বলে তিনি মনে করেন।
প্রধান উপদেষ্ট ড. মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দিতে ষড়যন্ত্র চলছে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, দেশের কিছু রাজনীতিক দলও তাকে সরিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে।
দীর্ঘদিন থেকে বিয়ানীবাজারের উন্নয়নে যে স্থবিরতা রয়েছে সে কারণে যোগাযোগ ভেঙ্গে পড়েছে। তিনি এসব সড়ক সংস্কার কাজ শুরু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন বলেন জানান।
দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাই বিপ্লবের আদর্শ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বিকালে আবারো বিয়ানীবাজার পৌরশহরে গণসংযোগ করেছেন।
জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম, নায়েবে আমির আবুল খায়ের, সেক্রেটারি আবুল কাশেম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. রুকন উদ্দিন, আব্দুল হামিদ, পৌর আমির মাওলানা জমির হোসাইন, সেক্রেটারি ছাদ উজ্জামান, মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, আরব আমিরাত প্রবাসী ও জামায়াত নেতা সালেহ আহমদ সহ আরো অনেক।