সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাতে তার বনানীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা।
ওসি জানান, শুক্রবার রাতে গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। আজ শনিবার কামাল আহমেদ মজুমদারকে আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হবে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কামাল আহমেদ মজুমদারকে আর জনসমক্ষে দেখা যায়নি। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আর একাদশ সংসদে তিনি শিল্প প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় তার স্থান ছিল না।