চলতি মাসেই মাঠে গড়াবে বিপিএল। টুর্নামেন্টে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো ইতোমধ্যে তাদের দল গোছানোর কাজ শেষ করেছে। এবারের আসরেও সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলার কথা রয়েছে মাশরাফি বিন মোর্ত্তজার। প্লেয়ার্স ড্রাফটে ‘বি’ ক্যাটাগরিতে থাকা নড়াইল এক্সপ্রেসকে দলে নিয়েছে চায়ের শহরের দলটি। যদিও গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর মাশরাফির বিপিএলে খেলা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা ছিল। বলে রাখা ভালো মাশরাফি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ছিলেন নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক হুইপ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগে মামলা হয়েছে। এ ছাড়া মাশরাফির খেলা নিয়ে আপত্তি আছে দেশের ক্রিকেট সমর্থকদের একটি অংশেরও। তবে সিলেট ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ আশাবাদী। তারা মনে করছে, ফিট থাকলে অবশ্যই বিপিএলে সিলেটের হয়ে খেলতে পারেন নড়াইল এক্সপ্রেস। দলটির চেয়ারম্যান মাহিন মাজহার বলেন, ‘সে (মাশরাফি) গ্রেট প্লেয়ার, চ্যাম্পিয়ন প্লেয়ার। আমার আপনাকে প্রশ্ন, যদি সে ফিট না হয় তাহলে কি তার খেলা উচিত? বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন হবে কেন? একটা ফিট প্লেয়ার অবশ্যই খেলবে। আমি মনে করি, বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন হওয়া উচিত না।’ বিপিএলের সবশেষ মৌসুমে সিলেটের হয়ে ৫টি ম্যাচ খেলেছিলেন মাশরাফি। ৩ ইনিংসে ৭.৭৩ ইকোনমিতে উইকেট নিয়েছিলেন ১টি। তার ফিটনেস নিয়ে প্রশ্ন আছে। গত আসরেই ছোট রানআপে বোলিং করেছিলেন। ৫ ম্যাচের ৩ ইনিংসে সাকুল্যে ৭.৩ ওভার বোলিং করেছেন তিনি। বর্তমানে ৪১ বছর বয়সী এই ক্রিকেটার অনেক দিন ধরেই ক্রিকেটের বাইরে আছেন। এপ্রিলে সবশেষ তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন। দেশের বর্তমান প্রেক্ষাপট এবং ফিটনেস সবকিছু মিলিয়ে আসন্ন বিপিএলে মাশরাফি খেলার মতো অবস্থায় থাকবেন কিনা, সে প্রশ্নও থেকে যাচ্ছে। সিলেট কর্তৃপক্ষ মাশরাফির মতামতের ওপরই শ্রদ্ধা রাখতে চায়। মাহিন মাজহার বলেন, ‘একজন ক্রিকেটারকে পারফর্ম করতে হলে ফিট হতে হবে। মাশরাফি যদি মনে করেন তিনি ফিট, আমাদের কোচ যদি মনে করেন তিনি ফিট, তাহলে তার (মাশরাফি) মতামতে আমরা শ্রদ্ধা করব।’
বিপিএলে ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মাশরাফি। দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি নিজেও বল হাতে অবদান রেখেছেন। বিপিএল ইতিহাসে তিনি চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি। ১১০ ম্যাচে ৭.০২ ইকোনমিতে ৯৮ উইকেট নিয়েছেন। তবে বয়স হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রভাব পড়েছে পারফরম্যান্সেও। এখন আর আগের মতো ধার নেই তার বোলিংয়ে। বিষয়টি স্বীকার করে মাজহার বলেন, ‘বহু দিয়ে গেছে, সে হয়তো পারফর্ম করতে পারেনি কোনো কোনো সময়। কিন্তু সে তার ক্রিকেটের প্রতি যে ক্রিকেটিং জ্ঞানটা, সেন্সটা দিয়ে সে অনেক ম্যাচ জিতিয়েছে। এখন বোর্ডের ওপর অনেক কিছুই নির্ভর করে। বোর্ড তাকে ড্রাফটে রেখেছে, এখনও অন্য কোনো নির্দেশনা পাইনি। সে দলে আছে।’ প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল। ৩১ ডিসেম্বর রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স।