সিলেটের ওসমানীনগর উপজেলায় পুলিশ দেখে পালানোর সময় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার হয়েছে। গত ২৭ মার্চ গভীর রাতে ওসমানীনগর থানা পুলিশের একটি দল উপজেলার ইলাশপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশিকালে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন-মো. শাহ আলম (২০), কৃষ্ণ নাইডু (৩২), মো. শুক্কুর আলী প্রকাশ আজাদ (৩০), মো. ফুল মিয়া (৪৩) ও মোঃ সুজন মিয়া (২৬)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন রকমের দেশীয় অস্ত্রসহ ইলেকট্রিক ডিভাইস।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট চেলা পুলিশ।