• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

সিলেটে সড়ক দুর্ঘটনায় একজন মহিলা নিহত

ডেস্ক রিপোর্ট / ৪৮ Time View
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট তামাবিল মহাসড়কে চিকনাগুল উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্মুখে জাফলংগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সিলেটগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দূর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার এক মহিলা যাত্রী নিহত হয়েছেন।

নিহত মহিলার নাম জুমারা বেগম। তিনি কানাইঘাট উপজেলার বরবন এলাকার দুলাল আহমেদের স্ত্রী।

এ সময় দূর্ঘটনায় নিহত মহিলার পুত্র মেহেরাব সহ সিএনজি চালিত অটোরিকশা চালক নুরুল ইসলাম আহত হয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জাফলংগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো- ব-১৪-২০৯৯) এর সাথে সিলেটগামী সিএনজি চালিত অটোরিকশা ( সিলেট-থ-১২-৮৮৭৩) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুমারা বেগমকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক হাঁইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তিনি আরো জানান, পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে বাসটিকে রেকার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। বর্তমান মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category