• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

সিলেটে সড়ক দুর্ঘটনায় ২ ছাত্রদল নেতা নিহত

স্টাফ রিপোর্টার / ১০২ Time View
Update : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

সিলেট-তামাবিল সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে দুই ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকায় সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন কারে থাকা চালকসহ আরও ৩ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

দুর্ঘটনা ও দুজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার কয়েকজন ছাত্রদল নেতাকর্মী প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ ১৩৩৮৫৪) সিলেটের পর্যটন স্পট জাফলং যাচ্ছিলেন। পথিমধ্যে বাঘেরসড়ক এলাকায় তাদের কারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category