• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

সিলেট সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ৫৪ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার গভীর রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসএমপি’র অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম সাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় সিলেটে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খানও রয়েছেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য আজম খান নগরের ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ১/১১ উদ্ভূত তত্ত্বাবধায়ক সরকারের সময় সিসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে ছিলেন। তৎকালীন মেয়র বদরউদ্দিন আহমদ কারাবন্দি হলে আজম খানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়। সবশেষ ২০২৩ সালে অনুষ্ঠিত সিসিক নির্বাচনে ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।

আজম খান নগরের মোগলাবাজার থানা এলাকার পাঠান পাড়া, খান বাড়ির বাসিন্দা।

গত ২৪ ঘন্টার অভিযানে আজম খান ছাড়া অন্য গ্রেপ্তারকৃতরা হলেন- নগরের বারুতখানার বাসিন্দা, ছাত্রলীগ কর্মী সাইরুল কবীর সঞ্জয় (২৯), একই এলাকার বাসিন্দা ও বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের ক্রীড়া সম্পাদক সানি কবীর (২৯), দক্ষিণ সুরমার তেতলি এলাকার বাসিন্দা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত মকন মিয়া এবং সিলেট জেলা তাঁতী লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক দক্ষিণ সুরমার বানেশ্বরপুরের বাসিন্দা মো. ময়নুল ইসলাম (৩৮)।

পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টে সিলেট নগরে এ পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category