সুনামগঞ্জের জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির মামলার অজ্ঞাত আসামী হিসেবে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ ঝুনুকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আওয়ামী লীগের ওই নেতা উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের ইসমাইলচক গ্রামের ছান্দু মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওমায়ী লীগের সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ঘটনার সাথে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত ১৯ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে আদালতে জামিনের জন্য হাজির হলে আরও তিন নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত।