• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

সেই ‘রিকশাচালক’কে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ২৯ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আটক সেই ‘রিকশাচালক’কে ছাড়িয়ে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। শুক্রবার (৭ মার্চ) বিকেল ৪টা ৪৬ মিনিটে তাকে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়ে যান তিনি।

জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় সংগঠনটির একজনকে মারতে দেখা গেছে এক রিকশাচালককে। সে সময় ঘটনাস্থল থেকে তাকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা।

এরপরই আটকের দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পরে অনেকেই তার মুক্তির দাবি করেন।
তবে এ ঘটনা নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এতে তিনি লিখেন, ৫ আগস্টের পর এই জনতাই সকল সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে।

বিপ্লবোত্তর একটা ভঙুর আর অসহযোগিতাপূর্ণ প্রশাসন নিয়ে জনতার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব ছিল। গতকাল যারা সরকারকে মিস ইনফরমেশন দিয়েছেন নোট করে রাখলাম। আর যারা মুখোশ পড়ে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত তারাও সাবধান হয়ে যান। জনতাকে এখন আর ঘোল খাওয়ানো যায় না, তাঁরা সব বোঝে।

তিনি আরো লিখেছেন, ‘মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা না। বায়তুল মোকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার উপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে অ্যারেস্ট করে ডিবিতে সোপর্দ করে। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category