যুক্তরাজ্য থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা স্বাধীন বাংলা নিউজ ২৪.কম এর ডেপুটি এডিটর হিসেবে যোগ দিলেন ফয়সল আহমেদ তাপাদার। সম্প্রতি স্বাধীন বাংলা নিউজ ২৪.কম এর পরিচালনা পর্ষদ ডেপুটি এডিটর হিসেবে ফয়সল আহমেদ তাপাদার কে মনোনীত করেন। ফয়সল আহমেদ তাপাদার সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নে আলীখা মহল্লায় জন্ম গ্রহন করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি স্টার লাইট কলেজ সিলেট এ সাবেক প্রভাষক ছিলেন। তার পিতা আব্দুল মতিন তাপাদার টগর ঠাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। ফয়সল আহমেদ তাপাদার বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। স্বাধীন বাংলা নিউজ ২৪. কম এ দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।