মাত্র ১০ বছর বয়সে হিফয সম্পন্ন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে বিয়ানীবাজারের সন্তান মোস্তফা রাহমানি। বিয়ানীবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চন্দগ্রাম হাফিজিয়া মাদ্রাসা থেকে হিফয সম্পন্ন করেছে রাহমানি। হিফয সম্পন্ন করতে রাহমানির সময় লেগেছে মাত্র ১৪ মাস। মোস্তফা রাহমানি বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গারজোর গ্রামের মিজানুর রহমান ও আয়েশা সিদ্দিকার পুত্র। রাহমানির এই কৃতিত্বে খুশি তার পরিবার ও আত্মীয়-স্বজন। উল্লেখ্য ২ বছর আগে রাহমানির বোন হুমায়রা বিনতে মিজান মাত্র ১০ বছর বয়সে সিলেটের উপশহর এলাকার একটি মহিলা মডেল মাদ্রাসা থেকে হিফয সম্পন্ন করেছে। সেই সময় হুমায়রার হিফয সম্পন্ন করতে সময় লেগেছে ১৬ মাস। একই পরিবারের দুই ভাই-বোন মোস্তফা রাহমানি এবং হুমায়রা বিনতে মিজান এর এমন কৃতিত্বে তাদের কে শুভেচ্ছা জানিয়েছেন নুসূক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্বাধীন বাংলা নিউজ ২৪.কম এর সম্পাদক মো. জাকির হোসেন। তিনি কম বয়সে হিফয সম্পন্ন করায় মোস্তফা রাহমানি এবং হুমায়রা বিনতে মিজান এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
The story offers thought-provoking insights. I’ve been following
this topic for a while, and it’s captivating to see how it’s developing.
Kudos on the in-depth analysis.