ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে নেমে ভারতের বোলাররা তো মুম্বাইয়ের ওয়াংখেড়েতে কম চেষ্টা করেনি। রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিনদের ঘূর্ণিতে চোখে রীতিমতো সর্ষেফুল দেখতে থাকে নিউজিল্যান্ড। ভারত লক্ষ্য পেয়েছিল ১৪৭ রানের। এই রানটুকু করতে ব্যর্থ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত।
ঘরের মাঠে টেস্টে রীতিমতো উড়তে থাকে ভারত। ২০১২ থেকে শুরু করে টানা ১৮ টেস্ট সিরিজ নিজেদের ডেরায় জিতে ভারত খেলতে নেমেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই নিউজিল্যান্ডই গত সপ্তাহে থামিয়ে দেয় ভারতের জয়রথ। এক সপ্তাহ পর এবার এশিয়ার দলটিকে দিল ধবলধোলাইয়ের লজ্জা। মুম্বাইয়ে সিরিজের তৃতীয় টেস্ট ২৫ রানে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জিতল কিউইরা। তাতে ২৪ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই হলো ভারত। এর আগে ২০০০ সালে ভারত সফরে এসে দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছিল ২-০ ব্যবধানে। সেবার প্রোটিয়াদের অধিনায়ক ছিলেন হ্যান্সি ক্রোনিয়ে।