• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

৩২ জেলার দায়িত্বে সারজিস আলম

ডেস্ক রিপোর্ট / ৪৫ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠকের (উত্তরাঞ্চল) দায়িত্ব পেয়েছেন সারজিস আলম। তার দায়িত্বে রয়েছে পাঁচটি বিভাগের ৩২ জেলা।
দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ কথা জানান।
তিনি জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের সবকটি জেলার দায়িত্বেই তিনি রয়েছেন।
সেই সঙ্গে ঢাকা বিভাগের আংশিক (ঢাকা মহানগর উত্তর, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ) দায়িত্ব তার।
সারজিস বলেন, ‘খুব দ্রুত এই ৩২ জেলার পথে প্রান্তরে ছাত্র-জনতার সাথে দেখা হবে, ইনশাআল্লাহ।’
তিনি আরো বলেন, ‘আমার দিনে এনে দিনে খাওয়া শ্রমজীবী ভাইয়ের কথা শুনতে চাই, স্কুলে পড়ুয়া আগামীর বাংলাদেশের পরবর্তী প্রজন্মের কথা শুনতে চাই, পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন বিসর্জন দেওয়া বোনদের কথা শুনতে চাই, শক্ত করে সংসারের হাল ধরে রাখা মায়েদের কথা শুনতে চাই।’
তিনি এ-ও বলেন, ‘পরম সৌভাগ্যে পাওয়া আমানতস্বরুপ এই সুযোগটাকে কাজে লাগাতে চাই।
জীবনের বিনিময়ে হলেও মানুষ আর দেশের জন্য কিছু করে যেতে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category