• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

অটোরিকশা বন্ধের ঘোষণায় রাজধানীতে সড়ক আটকে চালকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ১৩৭ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

ঢাকা মহানগরের মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে রাজধানীর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকেরা। আজ বুধবার সকাল থেকে ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় তাদের।

গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে তিন দিনের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এ আদেশ দেন। প্যাডেলচালিত বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের করা রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। এর আগে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেলচালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহিরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মো. মমিন আলী রিটটি আবেদন করেন।

ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী বলেন, প্যাডেলচালিত রিকশা সিটি করপোরেশন থেকে লাইসেন্স নেওয়ার বিধান আছে। কিন্তু ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার কোনো বিধান বা আইন নেই। ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স পেতে ২০১৩ ও ২০১৪ সালে রিট করা হয়েছিল। তবে হাইকোর্ট ওই সময় রিট দুটি খারিজ করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category