• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

অবশেষে অর্ধেক পারিশ্রমিক পেলেন রাজশাহীর ক্রিকেটাররা

ডেস্ক রিপোর্ট / ৭৩ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

পারিশ্রমিক ইস্যুতে তোলপাড় ক্রিকেটাঙ্গন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চলমান আসরে দুর্বার রাজশাহী তার ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। কয়েক দফা তারিখ দিয়েও প্রথম কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হন রাজশাহীর কর্ণধার শফিকুর রহমান। পরবর্তীতে দ্বিতীয় কিস্তির পারিশ্রমিক দেওয়ার কথা বলেও গড়িমসি করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। অবশেষে বিসিবির কঠোর অবস্থানে সোমবার বিকালে স্থানীয় ক্রিকেটারদের হাতে নগদ ২৫ ভাগ টাকা পরিশোধ করেছে তারা। যদিও নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের এই পর্যায়ে এসে পারিশ্রমিকের ৭৫ ভাগ পাওয়ার কথা ক্রিকেটারদের। কিন্তু ক্রিকেটাররা পেয়েছেন ৫০ ভাগ। স্থানীয়দের আজকে ২৫ ভাগ পরিশোধ করলেও বিদেশিদের ক্ষেত্রে তাদের এজেন্টের মাধ্যমে পরিশোধ করা হবে।

দেশ থেকে পালিয়ে যেতে পারেন- এমন গুঞ্জনে বিপিএলে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির মালিক শফিকুর রহমানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই সময় তিনি আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে তিন কিস্তিতে সমস্ত টাকা পরিশোধের অঙ্গীকার করেছেন। যার প্রথম তারিখ ছিল আজ। সোমবার বিকালে স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করে কিছুটা দায় মুক্ত হয়েছে দলটি।

স্থানীয় ক্রিকেটারদের মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার আগেই ৫০ শতাংশ পারিশ্রমিক পেয়েছিলেন। যারা ২৫ ভাগ পারিশ্রমিক পেয়েছিলেন তারাই কেবল আজ আরও ২৫ ভাগ পারিশ্রমিক পেয়েছেন। সংবাদমাধ্যম বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে। রাজশাহীর উইকেটকিপার ব্যাপার আকবর আলী বলেছেন, ‘আমি আগে ২৫ ভাগ পেয়েছি। আজ আরও ২৫ ভাগ পেলাম। আশা করি, বাকি ৫০ ভাগ পেয়ে যাবো। টুর্নামেন্টের যেই নিয়ম, তাতে এখন আমি ৭৫ ভাগ পারিশ্রমিক পেতাম। তবে ধন্যবাদ ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবিকে। তাদের হস্তক্ষেপে আমরা আমাদের পাওনা বুঝে পাচ্ছি।’

গতকাল (রবিবার) পর্যন্ত ২৫ শতাংশ টাকা পরিশোধের কথা ছিল রাজশাহীর। সেটি করতে না পারায় রাজশাহীর মালিক শফিকুর রহমানকে হেফাজতে নেওয়া হয়। ক্রীড়া মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন মাধ্যম থেকে ফ্র্যাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে মামলা করার খবর কানে আসলে, দেশের ভাবমূর্তি রক্ষার্থে বিষয়টি আরো গুরুত্ব সহকারে তদন্ত করে মন্ত্রণালয়। এছাড়াও বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাবার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার।’

নিজের দোষ স্বীকার করে রাজশাহীর কর্ণধার ২৫ শতাংশ হারে আগামী ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দিয়েছেন। বিপিএলের ফাইনালের দিন তৃতীয় কিস্তির টাকা পরিশোধের কথা রয়েছে তার। এখন দেখার অপেক্ষা তিনি তৃতীয় কিস্তিতে ক্রিকেটারদের পারিশ্রমিকের অংশ ঠিকঠাক পূরণ করতে পারেন কিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category