• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

অবশেষে সংস্কার করা হলো শেওলা সেতুতে সৃষ্টি হওয়া গর্ত

সামিয়ান হাসান / ১৬ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

দীর্ঘ ভোগান্তির পর অবশেষে সংস্কার করা হয়েছে শেওলা সেতুতে সৃষ্টি হওয়া গর্ত এবং এর আশ পাশের ক্ষতিগ্রস্থ এলাকা। সম্প্রতি সিলেট সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশল বিভাগের দায়িত্বশীলরা সংস্কার ও মেরামত কাজ সম্পন্ন করেন।

জানা গেছে, বিগত এক মাসের বেশি সময় থেকে বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা নদীর উপর নির্মিত শেওলা সেতৃুর মধ্যখানে কংক্রিট সরে গিয়ে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে সেতুর উপর দিয়ে যানবাহন এবং যাত্রী চলাচল করতো। শুধু এবছর নয় এর আগেও বেশ কয়েকবার শেওলা সেতুর মধ্যভাগে স্টিলের অবকাটামোর উপরে থাকা কংক্রিটে ঢালাই সরে গিয়ে গর্ত হওয়ায় যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। এসব প্রতিবন্ধকতা দূর করার জন্য দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।

স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, সেতু নির্মাণের পর থেকে এখনো পর্যন্ত সেতু দিয়ে পারাপার করার জন্য ছোট বড় সব ধরনের যানবাহনের কাছ থেকে টোল আদায় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই টোল আদায় কবে যে শেষ হবে সেটা আল্লাহ তায়ালা জানেন। কিন্তু সেতু এলাকা কোন ধরনের ক্ষতিগ্রস্ত হলে সেটা সহজে সংস্কার কিংবা মেরামত করতে গাফলতি করেন দায়িত্বশীলরা।

এ বিষয়ে সিলেট সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জানান, সেতুর মধ্যভাগে স্ট্রিলের অবকাটামো অক্ষত আছে, উপরের কংক্রিট সরে গর্ত হয়েছে সেটি মেরামত করা হয়েছে। তবে সেতুর উপর থেকে চাপ কমাতে শীগ্রই শেওলা সেতুর পাশে আরেকটি নতুন সেতু করার পরিকল্পনা রয়েছে। আশা করছি অনুমোদন হয়ে গেলে নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category