স্টাফ রিপোর্টার :
অটিস্টিক এন্ড ডিজেবল ফাউন্ডেশন মিরপুর এর উদ্যোগে অসহায় ও গরীব প্রতিবন্ধীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে মিরপুরে হযরত শাহ আলী মডেল হাইস্কুল মাঠে সৈয়দা আজমা সুলতানা এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী। সাব্বির আহমেদ এর কোরান তেলাওয়াত করার মধ্য দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ এর সভাপতি ভিপি নুরুল হক নূর। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এর সহকারী মহাসচিব মাওলানা ফখরুদ্দিন আহমেদ, আলহাজ্ব আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দারুস সালাম থানা শাখার আমীর মাওলানা হাবিবুল্লাহ রুমি, দারুস সালাম থানার অফিসার ইনচার্জ রকিব উল হোসেন, স্বাধীন বাংলা নিউজ ২৪. কম এর উপ- সম্পাদক আব্দুস সালাম মাদানি প্রমুখ। অনুষ্ঠান শেষে ১00 টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।