• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

আওয়ামীলীগের দুর্গ কোটালীপাড়ায় প্রথমবার শোডাউন করলো জামায়াত

ডেস্ক রিপোর্ট / ৩৬ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫

আওয়ামী লীগের দুর্গ বলে খ্যাত, সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শোডাউন করেছেন জেলা জামায়াতের আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক রেজাউল করিম। দেশ স্বাধীনের পর কোটালীপাড়া উপজেলায় জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক ক্ষমতা জানান দিতে এবারই প্রথম বড় ধরনের শোডাউন করেছে।

শনিবার সকালে কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া বাসস্ট্যান্ড থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে শোভাযাত্রার মাধ্যমে তাদের শোডাউন শুরু করেন।

শোভাযাত্রা উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে ১৪টি জনগুরুত্বপূর্ণ স্থানে পথসভা শেষে উপজেলা চত্বরে জনসমাবেশে মিলিত হয়।

কোটালীপাড়া উপজেলা জামায়াত ইসলামীর আমির গাজী সোলায়মানের সভাপতিত্বে জনসমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম, সেক্রেটারি জেনারেল আল মাসুদ খান, কোটালীপাড়ার নায়েবে আমির মিজানুর রহমান হাওলাদার, সেক্রেটারি জেনারেল মাওলানা ফরিদউদ্দিন মাসউদ, কোটালীপাড়া পৌর জামায়াতের সভাপতি মুনসুর আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ করে জেলা জামায়াতের আমির বলেন, গোপালগঞ্জ-৩ আসনে কোনো দলমত নেই। এখানে আমরা সবাই কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসী। সবাই ভাই ভাই। এটাই আমাদের পরিচয়। কোনো চিহ্নিত সন্ত্রাসী ছাড়া কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category