• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের যত রেকর্ড

ডেস্ক রিপোর্ট / ৮০ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে নিয়ে দল সাজাতে চায় টিম ম্যানেজমেন্ট। সিলেটে তার সঙ্গে বৈঠকও করেছিলেন ম্যানেজমেন্ট। তামিম তাদের কাছ থেকে সময় চেয়েছিলেন সিদ্ধান্ত জানানোর জন্য। তবে গতকাল রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তামিম জানিয়ে দিয়েছেন তিনি আর ফিরছেন না জাতীয় দলে।

১৭ বছর জাতীয় দলে খেলে সাবেক এই অধিনায়ক গড়েছেন অনেক রেকর্ড। তার অনেকগুলো রেকর্ড এখনও ভাঙেনি। কিছু রেকর্ড আবার ভাঙা অনেকখানিই অসম্ভব বলা চলে। এক নজরে দেখে নেওয়া যাক তামিমের রেকর্ডগুলো

৩১২

দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ৩১২ রানের জুটি গড়েছিলেন ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে ২০১৫ সালে। বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় ইনিংসের উদ্বোধনী জুটিতে এটি সর্বোচ্চ।

টি-টোয়েন্টি সেঞ্চুরি

বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে রয়েছে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি। একমাত্র ক্রিকেটার হিসেবে আছে তিন সংস্করণেই সেঞ্চুরি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে সেঞ্চুরি করে এই কীর্তি গড়েন তামিম।

১৫ হাজার

বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করা একমাত্র ব্যাটার তামিম। বাংলাদেশের তার রান ১৫১৯২, বিশ্ব একাদশের হয়ে ৫৭।

২৫

আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের শতকের সংখ্যা ২৫টি। যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।

১১৯

সর্বোচ্চ ১১৯ বার পঞ্চাশোর্ধ্ব রান এসেছে তার ব্যাটে বাংলাদেশিদের মধ্যে। ১১৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস নিয়ে দুইয়ে আছেন সাকিব আল হাসান।

৩৫.৪১

সর্বনিম্ন ১০০০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে তামিমের ৩৫.৪১ গড়টাই সর্বোচ্চ।

৮০০০

বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৮ হাজার রান করেছেন। ২৪৩ ম্যাচ খেলে তিনি করেছেন ৮ হাজার ৩৫৭ রান।

১০৩

ওয়ানডেতে ছক্কার সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি তামিম ইকবাল। তিনি থেমেছেন ১০৩ ছক্কা নিয়ে।

সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান তিনি। ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১২৯ রানের ইনিংসটা তিনি খেলেছিলেন ১৯ বছর ২ দিন বয়সে।

ওয়ানডেতে ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টানা পাঁচ ফিফটি করা প্রথম তামিম ইকবাল। টেস্ট ক্রিকেটেও তিনি গড়েছেন এই রেকর্ড।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দুইবার ১৫০ পেরোনো ইনিংস খেলেছেন একমাত্র তামিম ইকবাল।

৩৬

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি শূন্য রানের রেকর্ড তামিমের। ৩৬ বার রানের খাতা খোলার আগে আউট হয়েছেন তিনি।

৬০

ওয়ানডেতে বাংলাদেশের সফলতম অধিনায়ক তামিম ইকবাল। তার অধীনে ৩৭ ম্যাচের মধ্যে তার দল ২১ ম্যাচে জিতেছে। সাফল্যের হার ৬০%।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category