• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

আবারো প্রশাসনে ব্যাপক রদবদল

ডেস্ক রিপোর্ট / ১৬৫ Time View
Update : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

অল্প কয়েক দিনের ব্যাবধানে আবারো প্রশাসনে ব্যাপক রদবদলের পাশাপাশি একজনকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এ ছাড়া আরেকজন সচিবকে বদলি করা হয়েছে। এ প্রক্রিয়ায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ডা. মো. সারোয়ার বারীকে। আর সংসদবিষয়ক সচিবালয়ের সচিব হয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহ।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে এসব বদলি-পদোন্নতির আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে বদলি করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আমিরুল ইসলামেক বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক করেছে সরকার।
অন্য প্রজ্ঞাপনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মাকসুরা নুরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এক্সিলেটারিং অ্যান্ড স্ট্রেংথেন স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন শীর্ষক প্রকল্পের পিডি আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদকে সুরক্ষা সেবা বিভাগের অতিরক্ত সচিব করা হয়েছে।
এদিকে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর জনপ্রশাসনে প্রথম বড় পদোন্নতি হয় গত ১৩ আগস্ট। সেদিন ১১৭ জন জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এর এক সপ্তাহের মধ্যে ২২৩ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর ২৫ আগস্ট ১৩১ কর্মকর্তাকে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category