🔥 তার শরীর পোড়া ছিল, ফুসফুস ছিল ৭০% পুড়ে যাওয়া অবস্থায়।
তবুও, সেই ছোট্ট বুকটা থেমে থাকেনি।
🔥 পোড়া ফুসফুস নিয়ে সে দৌড়েছে…
😭 মা-বাবাকে খুঁজে বেড়িয়েছে হাসপাতালের করিডোরে।
আজ তার পরিবার নিশ্চিত করেছে—আরিয়ান আর বেঁচে নেই।
সে পাড়ি দিয়েছে অনন্ত দিগন্তে, যেখানে আর কষ্ট নেই, আর জ্বালা নেই।
🕯️ আমরা শুধু বলি:
হে আল্লাহ! এই নিষ্পাপ শিশুটিকে আপনার রহমতের ছায়ায় রাখুন।
তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন।
আমিন। 🤲