আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) লাইসেন্স অফিসার রবিউল আলম রবিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে নগর ভবনের কর আদায় শাখা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার ভোরে শহরের জিরোপয়েন্ট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে রবিকে দেখা যায়। মিছিলে সিটি করপোরেশনের স্টিকার লাগানো মোটরসাইকেলে তাকে দেখা যায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে রবিউল আলম রবিকে শনাক্ত করা হয়। পরে নগর ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।’