• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

ইজতেমা মাঠে চলছে আমবয়ান, বিকালে যৌতুকবিহীন বিয়ে

ডেস্ক রিপোর্ট / ৫৭ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবার (১ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকে আমবয়ান শুরু হয়েছে। ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন লাখো মুসল্লি। এর মধ্যে চলছে চিল্লাভিত্তিক আলোচনা। ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের উদ্দেশে তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় আলেম ও মুরব্বিরা পর্যায়ক্রমে কোরআন-হাদিসের আলোকে ঈমান, আমল, আখলাক ও কালেমা সম্পর্কে বয়ান পেশ করবেন।

তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, শনিবার বাদ ফজর থেকে পাকিস্তানের মাওলানা খোরশেদ সাহেব বয়ান করছেন। তার বয়ান বাংলায় তরজমা করছেন মাওলানা উবায়দুর রহমান। সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিম হয়। বিশেষ দুটি প্রোগ্রামে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা ওলামাদের উদ্দেশ্যে বয়ান করবেন, ভারতের মাওলানা আকবর শরিফ তলাবাদের (মাদ্রাসার ছাত্রদের) উদ্দেশে নামাজের মিম্বরে বয়ান করবেন, বাদ জোহর ভারতের মাওলানা ইসমাঈল গোদরা, বাদ আসর ভারতের মাওলানা জুহায়ের বয়ান করবেন। এরপর যৌতুকবিহীন বিয়ে থাকলে পড়ানো হবে। বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা বয়ান করবেন।

রবিবার (২ ফেব্রুয়ারি) বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমান বয়ান করবেন। আখেরি মোনাজাতের পূর্বে নসিহতমূলক বক্তব্য দেবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা সাহেব। বাংলাদেশের মাওলানা জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

এদিকে, শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় এয়াকুব আলী (৬০) নামের আরেক মুসল্লির মৃত্যু হয়। তার খিত্তা নং-৪৮। সে হবিগঞ্জের বাহুবল উপজেলার রাঘবপুর গ্রামের মৃত নয়াবুল্লার ছেলে। ইজতেমা ময়দানে বুকে ব্যথা অনুভব করলে সাথীরা অ্যাম্বুলেন্সযোগে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া ইজতেমার প্রথম দিন আরও তিন জনের মৃত্যুর খবর বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category