• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

ইসলামের বিধান মতো রাষ্ট্র পরিচালনা করলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না: সেলিম উদ্দিন

সামিয়ান হাসান / ২৭ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ইসলাম একটি শক্তিশালী, গতিশীল, শাস্বত, মজবুত ও সার্বজনীন জীবন বিধান, যে বিধান আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে এসেছে তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি লাভ করতে ইসলামী আদর্শের ভিত্তিতে সমাজ পরিবর্তনে সকলকে ময়দানে অকূতোভয় সৈনিকের ভূমিকা পালনের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

বুধবার বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাপুর ইউনিয়ন শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, পবিত্র কালামে হাকীমে ইসলামকে একমাত্র ও অদ্বিতীয় জীবন বিধান হিসাবে ঘোষণা করা হয়েছে। এ আদর্শ কেউ পছন্দ করুক আর না করুক তা সকল আদর্শের ওপর বিজয়ী করার ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন। আল্লাহ তা’য়ালার ঘোষণা অনুযায়ী এ ভূমণ্ডলে শুধু ইসলামই বিজয়ী আদর্শ হিসাবে টিকে থাকবে, আর সকল বাতিল আদর্শ পরাভূত হবে।

ইতিহাস পর্যালোচনায় দেখা যায় অতীতে কোন জালিম, স্বৈরাচারি, ফ্যাসীবাদী ও আল্লাহদ্রোহী শক্তি দুনিয়ায় টিকে থাকতে পারে নি। ফেরাউন, নমরূদ, হামান, আবু জাহেল, আবু লাহাবরা দুনিয়াতে অনেক পরাক্রমী থাকলেও হক্বের কাছে তাদেরকে রীতিমত পরাভূত ও নিশ্চিহ্ন হতে হয়েছে। সে ধারাবাহিকতায় শেখ হাসিনাও টিকতে পারেনি বরং তাকে লজ্জাজনকভাবে পরাজিত হয়ে দলবলসহ প্রতিবেশি দেশে পালতে বাধ্য হতে হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাপুর ইউনিয়ন শাখার সভাপতি হাজী আব্দুস সালাম মতলিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা শাখার আমীর মাওলানা ফয়জুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মাহবুবুল হক সুজা, মোল্লাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য ওলিউর রহমান শাবলু, আলতাফ হোসেন, আমিরাত প্রবাসী সালেহ আহমদ।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিছবাহ উদ্দিন খসরু, নজরুল ইসলাম ফরিদ, ফখর উদ্দিন, আব্দুল হক প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category