• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

এবার কণ্ঠশিল্পী মমতাজসহ আওয়ামী লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে হরিরামপুর থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল বাদী হয়ে মামলা করেন। রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সবুজ (৫৫), উপজেলার ছয়আনী গালা গ্রামের হারুন অর রশিদ (৫৮), কালই গ্রামের নিত্য সরকার (৪৫) ও মতিয়ার রহমান মতি (৬৫)। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয় বলে থানা সূত্রে জানা যায়।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশীদ খান মুন্নুর কন্যা জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বয়ড়া গ্রামের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের আলোচনাসভায় বক্তব্য চলাকালীন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতারা হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণসহ আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করা হয়। দেশি অস্ত্র লোহার লড, বাটাম, হকিস্টিক, চাপাতি ও লাঠি দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলাসহ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাড়িঘর ভাঙচুর করা হয়। মামলায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারাসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনের জড়িত থাকার বিষয়ও উল্লেখ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান জানান, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বয়ড়া গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category