স্টাফ রিপোর্টার :
রোগীদের যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে এম্বুল্যান্স সার্ভিস নিয়ে আসছে যুক্তরাজ্য থেকে পরিচালিত চ্যারিটি সংগঠন নুসুক ফাউন্ডেশন (চ্যারিটি Reg: 1190377)। প্রাথমিক পর্যায়ে সিলেটের কিছু জায়গায় এম্বুল্যান্স সার্ভিস চালু হলেও ভবিষ্যতে এর পরিধি বাড়ানো হবে বলে জানান নুসূক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. জাকির হোসেন। তিনি বলেন, বর্তমানে সিলেটে প্রায় এম্বুল্যান্স সার্ভিস সম্পুর্ন ব্যবসায়ীকভাবে পরিচালিত হচ্ছে। রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে এম্বুল্যান্স এর মালিকরা ইচ্ছে মতো ভাড়া আদায় করেন। এতে সাধারণ রোগীদের কে অতিরিক্ত চাপে পড়তে হয় এম্বুল্যান্স এর বাড়া পরিশোধ করতে। কিন্তু নুসূক ফাউন্ডেশন ব্যাবসায়ীক চিন্তা না করে এম্বুল্যান্স সার্ভিস চালু করবে। সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে তাদেরকে সেবা দেওয়াই মুল লক্ষ। যার ফলে সাধারণ রোগীদের এম্বুল্যান্স এর ভাড়া নিয়ে বাড়তি কোন চাপে পড়তে না হয়। উল্লেখ্য, সমাজের অসহায় গরীব মানুষের কথা চিন্তা করে নুসূক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয় । প্রতিষ্ঠার পর থেকে পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এর অংশ হিসেবে রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ, শীতকালে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মধ্যে ত্রান সহায়তা, অসহায় রোগীদের চিকিৎসাসেবায় সহযোগিতা করে যাচ্ছে সংগঠনটি। শুধু তাই নয় পিছিয়ে পড়া শিশুদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে মসজিদ ভিক্তিক মকতব শিক্ষা চলমান রয়েছে। বাংলাদেশের ২ টি জায়গায় নুসূক ফাউন্ডেশন এর অর্থায়নে মসজিদ নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের যে সকল এলাকায় মসজিদ কিংবা মাদ্রাসা নেই সেসব এলাকায় মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করার চেষ্টা করা হবে সংগঠনটির পক্ষ থেকে।