• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৭ জন নিহত

ডেস্ক রিপোর্ট / ১২২ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লার বুড়িচং উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের আলী আহমদ, রফিক মিয়া, সাজু মিয়া, লুৎফা বেগম, সানু বেগম ও সফরজান বেগম এবং পাশের খোদাইধুলি গ্রামের হোসনে আরা বেগম।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল দশটায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে এক যাত্রী ও চিকিৎসাধীন অবস্থায় আরও ২জন নিহত হয়েছেন।

তিনি জানান, ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ গিয়ে আইনি প্রক্রিয়া শেষ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category