মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। স্ত্রীর মৃত্যুর খবরে স্বামীও চলে গেছেন না ফেরার দেশে।
৮নং রাউৎগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম রাউৎগাঁও এলাকার বাসিন্দা ওয়ারিছ মিয়া ও তাঁর স্ত্রী রিনা বেগম কয়েক ঘন্টার ব্যবধানে ইন্তেকাল করেছেন।
জানা যায়, রিনা বেগম কয়েকদিন আগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মারা যান।
সুবহে সাদিকের সময় ফজরের নামাজের ওযু শেষে ঘরে ফেরার পথে স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে ওয়ারিছ মিয়া আকস্মিক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ওয়ারিছ মিয়া অত্যন্ত ধর্মভীরু ও সমাজসেবী মানুষ ছিলেন বলে জানান স্থানীয়রা। তিনি রাউৎগাঁও হাফিজিয়া মাদরাসার পরিচালনা কমিটি ও রাউৎগাঁও জামে মসজিদ কমিটির অন্যতম সদস্য ছিলেন।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে জানাযার নামাজ শেষে তাদের দুজনে লাশ পারিবারিক কবরস্থানে পাশাপশি দাফন করা হবে।