• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

কৃত্রিম দ্বীপে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর তৈরি করছে চীন

ডেস্ক রিপোর্ট / ১১৮ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

চীন তার বিমান চলাচলের তালিকায় আরও একটি উৎকৃষ্ট বিমানবন্দর যোগ করছে। তবে এটি কোন শহরে কিংবা গ্রামে নয়। বরং একটি মানবসৃষ্ট দ্বীপে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর তৈরি করছে চীন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশটির উত্তর-পূর্ব উপকূলে নির্মাণাধীন ডালিয়ান জিনঝো বে আন্তর্জাতিক বিমানবন্দরটি মোট ২০ বর্গকিলোমিটার (৭.৭ বর্গমাইল) জায়গা কভার করবে। দ্বীপ জুড়ে চারটি রানওয়ে তৈরি করা হচ্ছে। এছাড়াও ৯ লাখ বর্গকিলোমিটার আয়তনের একটি যাত্রী টার্মিনালও তৈরি করা হচ্ছে।

বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি বিবৃতি অনুসারে, এয়ারপোর্টের অপারেটরদের লক্ষ্য, প্রতি বছর ৫৪০,০০০ ফ্লাইটের মাধ্যমে ৮ কোটি যাত্রী পরিচালনা করা, যার প্রথম পর্যায়টি আগামী ২০৩৫ সালের প্রথমে খোলা হবে।

চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইচ্যাটে ডালিয়ান জিনঝো বে ইন্টারন্যাশনালের একটি পোস্টে বলা হয়েছে, ‘দেশের বৃহত্তম অফশোর বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ধীরে ধীরে উপরে উঠছে, যেমন পূর্বে সূর্যোদয় হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category